BRAKING NEWS

আত্মনির্ভরশীলতা দীর্ঘ দিনের সাধনা, শুধু একটি লক্ষ্য নয় : কে রাধাকৃষ্ণণ

নাগপুর, ১২ অক্টোবর (হি.স.): আত্মনির্ভরশীলতা ভারতের দীর্ঘ দিনের সাধনা, শুধু একটি লক্ষ্য নয়। বললেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণণ। তিনি বলেছেন, “ভারত সুস্থায়ী মানব কল্যাণের জন্য মহাকাশ প্রযুক্তি ব্যবহারে এবং দেশের কৌশলগত প্রয়োজনগুলিকে মোকাবিলায় উল্লেখযোগ্য এবং গভীর নিযুক্তি করেছে।” শনিবার মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস-এর সদর দফতরে বিজয়া দশমীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মভূষণ এবং ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণণ।তিনি এদিন বলেছেন, পৃথিবী-কেন্দ্রিক অ্যাপ্লিকেশন স্যাটেলাইট জাতীয় যোগাযোগ পরিকাঠামো এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ভিত্তি হয়ে উঠেছে। মহাকাশ প্রযুক্তি যথেষ্ট আর্থ-সামাজিক প্রভাব-সহ কৃষক এবং মৎস্যজীবী-সহ প্রত্যেক ভারতীয়ের জীবনকে স্পর্শ করে। আত্মনির্ভরশীলতা আমাদের দীর্ঘ দিনের সাধনা, শুধু একটি লক্ষ্যই নয়।” বিজয় দশমীর অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়া প্রসঙ্গে কে রাধাকৃষ্ণণ বলেছেন, “মোহন ভাগবতজির কাছ থেকে আমন্ত্রণ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। বিজয়া দশমীর এই শুভ মুহূর্তে এখানে উপস্থিত হওয়া আনন্দের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *