হাইলাকান্দি (অসম) ৮ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায়ও চলতি অর্থবছরের সোয়েল হেলথ কার্ড বন্টন শুরু হয়েছে । জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত এক সভায় চারজন প্রগতিশীল কৃষকের হাতে সোয়েল হেলথ কার্ড তুলে দিয়ে এই বন্টনের সূচনা করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে। চলতি অর্থবছরে এসপিরেশন্যাল ডিস্ট্রিক্ট কর্মসূচির অধীনে আট হাজার সোয়েল হেলথ কার্ড বন্টন করা হবে। উল্লেখ্য এর আগে জেলায় এখন পর্যন্ত ১৫ হাজার সোয়েল হেলথ কার্ড ইস্যু করা হয়েছে বলে জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী জানিয়েছেন।
2024-10-08