BRAKING NEWS

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন রামধারী সিং ‘দিনকর’, শ্রদ্ধা অমিত শাহর

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : “জাতীয় কবি রামধারী সিং ‘দিনকর’ জি তাঁর কাজের মাধ্যমে যুবকদের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন এবং দেশবাসীর আত্মসম্মানকে শক্তিশালী করেছিলেন।”

সোমবার এভাবেই মহান চিন্তাবিদকে শ্রদ্ধা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “দিনকর জি-র ইতিহাস ও সংস্কৃতির গভীর জ্ঞান ছিল। তিনি জাতি গঠন সম্পর্কে সচেতনতা ছড়িয়েছিলেন। জরুরী অবস্থার সময় স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে তাঁর ধ্রুপদী কাজগুলি প্রধান কণ্ঠস্বর হয়ে ওঠে।

আমি মহান সাহিত্যিক এবং চিন্তাবিদ রামধারী সিং ‘দিনকর’ জিকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *