BRAKING NEWS

সারা ভারত কৃষি  মজুর সমিতি সহ একাধিক সংগঠনের স্মারকলিপি প্রদান

বাঁকুড়া,২৩ সেপ্টেম্বর(হি.স.): সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি ,আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ সহ কয়েকটি সংগঠনের নেতৃত্বে আর জি ক‍র কান্ডের দ্রুত বিচার, সমস্ত আদিবাসী ও ভাগচাষীদের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত রকম সরকারী সুবিধা প্রদান, মিড ডে মিল কর্মীদের পূজা বোনাস ও সরকারী কর্মীর স্বীকৃতি সহ বিভিন্ন দাবীতে জেলা শাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়। বাঁকুড়া স্টেশন থেকে ৫ শতাধিক মানুষ মিছিল করে জেলাশাসকের দফতরে যাওয়ার পথে সাইবার থানার সামনে পুলিশ মিছিলের গতিরোধ করে।মিছিল কারীরা ওখানেই সমবেত হয় এবং   পথসভা করে  বক্তব্য রাখেন।  ২ বছর ধরে সারা রাজ্যে ১০০ দিনের কাজ আটকে দিয়েছে কেন্দ্রের বি. জে পি সরকার বলে অভিযোগ করে  অবিলম্বে সমস্ত জেলায় এই কাজ চালু করার দাবী জানান বক্তারা। একশ দিন বাড়িয়ে  বছরে ২০০ দিন এবং দৈনিক মজুরি ৬০০ টাকা করার দাবী জানান হয়।অপর দিকে রাজ্য সরকার লোকসভা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল ৫০ দিনের কাজ দিবে তারও দেখা মিলছে না। এই অবস্থায় মানুষ বাধ্য হয়ে পরিযায়ি শ্রমিক হিসাবে অন্য রাজ্যে  গেলে তথাকথিত গোরক্ষা বাহিনী বা সাম্প্রদায়িক শক্তির হাতে মারা যাচ্ছে বা লাঞ্ছিত হচ্ছে এর দায় আমাদের রাজ্য সরকারকে নিতে হবে এবং গোরক্ষা বাহিনী কে কেন্দ্রীয় সরকারকে নিষিদ্ধ ঘোষনা করতে হবে বলে ও দাবী জানানো হয়। আমাদের জেলায় দীর্ঘদিন ধরে আদিবাসীরা বনের জমি দখল করে চাষ করে আসছেন ২০০৬ সালের আইন অনুযায়ী এই জমিতে তাদের পাট্টা দিতে হবে।এই সব আদিবাসী সহ ভাগচাষীদের সরেজমিন তদন্ত সাপেক্ষে কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত সরকারি সাহায্য দিতে হবে। মিড- ডে – মিলের মতো প্রকল্প কর্মিদের পুজো বোনাস সহ সরকারি কর্মি হিসাবে স্বীকৃতি দিয়ে অবসর কালিন সমস্ত ধরনের সুবিধা প্রদান ,আর  জি. কর  ঘটনার দ্রুত বিচার করে অপরাধীদের শাস্তি দিতে হবে এবং কর্মক্ষেত্রে সব ধরনের মহিলাদের নিরাপত্তা  সুনিশ্চিত করার দাবী জানান হয়।  এই সভায় বক্তব্য রাখেন ফারহান হোসেন খান, রাম নিবাস বাস্কে সহদেব টুডু সহ অনন্যরা  ।এর পর সি পি আই (এম-এল) এর জেলা সম্পাদক বাবলু  ব্যানার্জীর নেতৃত্ব তিতাস গুপ্ত দিলীপ বাউরী সোমনাথ মুর্ম্মু কবিতা মান্ডির ৫ জনের প্রতিনিধি দল ওখান থেকে জেলাশাসকের দপ্তরে গিয়ে  ১৫ দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *