BRAKING NEWS

জল কমলেই সমীক্ষা করার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের

পূর্ব বর্ধমান, ২৩ সেপ্টেম্বর (হি.স.): “জল কমলেই সমীক্ষা করা হবে”। সোমবার প্রশাসনিক সভায় আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানে মমতা বলেন, ‘‘আমরা এখন ২৪ ঘণ্টা বন্যা পরিস্থিতির উপর নজর রাখি। সকলের ছুটি বাতিল করা হয়েছে। আমরা অনেকগুলো বন্যা সেন্টার তৈরি করেছি। কিন্তু তাতেও বাঁধ মানছে না। বাঁধ ভাঙছে। দরকার হলে স্কুলগুলোকে কীভাবে কাজে লাগাতে পারি তা দেখতে হবে। পূর্ত দফতরকে বলা হয়েছে যে সব রাস্তা ভেঙেছে, তা সমীক্ষা করে দেখতে। ডিসেম্বরে ১১ লক্ষ পাকা বাড়ি করার জন্য যে টাকা সরকার ছাড়বে। পঞ্চায়েত দফতরকেও বলা হয়েছে জল কমলেই যেন সমীক্ষার কাজ শেষ করে।’’

এদিন প্রশাসনিক বৈঠক শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আবারও বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘পরিস্থিতি ঠিক হলে যাঁদের জমি নষ্ট হয়েছে, তাঁদের জমি মেপে শস্যবিমার টাকা যাতে দ্রুত পান সেই ব্যবস্থা করার জন্য বলব। আমি চাষি ভাই-বোনেদের চিন্তা করতে বারণ করব।’’

নবান্ন জানানোর পরেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি শুরু করে জেলা প্রশাসন। রবিবার বিকেলে জেলাশাসক, পুলিশ সুপার-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা নিজেদের মধ্যে বৈঠক করেন। তড়িঘড়ি ডাকা এই প্রশাসনিক বৈঠকটি হয় জেলাশাসকের কনফারেন্স হলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *