BRAKING NEWS

দুর্গত অঞ্চলে শিবিরগুলিতে পানীয় জলের যোগানের নির্দেশ মুখ্যমন্ত্রীর

পূর্ব বর্ধমান, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ‘‘ত্রাণ শিবির গুলিতে যাতে পানীয় জলের খামতি না থাকে তার জন্য প্রশাসনিক আধিকারিকরা সবরকম ব্যবস্থা নেবে।’’ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে এই কথা বলেন।

লোকসভা ভোটপর্ব মিটে যেতেই আবারও প্রশাসনিক সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী । সোমবার ছিল পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা। পূর্ব বর্ধমানের জেলা শাসকের কনফারেন্স রুমে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাধিকা আইয়ার, জেলার পুলিশ সুপার আমনদীপ, মন্ত্রী স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার, মলয় ঘটক এবং সিদ্দিকুল্লা চৌধুরী।

এ ছাড়াও জেলার দুই সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, কৃষি দফতরের আধিকারক, সেচ দফতরের আধিকারিক, বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরাও ছিলেন সোমবারের বৈঠকে।

মঙ্গলবার বীরভূমেও প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন্যা পরিস্থিতি নিয়ে একাধিক কথা বলেন মুখ্যমন্ত্রী। আবারও রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে বিঁধলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *