BRAKING NEWS

কৈলাসহরে পিএম জনজাতি উন্নত গ্রাম অভিযান কর্মসূচির সূচনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: শনিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কৈলাসহরে ঊনকোটি জেলাভিত্তিক পিএম জনজাতি উন্নত গ্রাম অভিযান কর্মসূচির সূচনা হয়েছে। 

লাশহরের ডিএম অফিসে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক  দিলীপ কুমার চাকমা সহ জেলার বিভিন্ন অফিসারদের নিয়ে  পিএম জনজাতি উন্নত গ্রাম অভিযান এর সূচনা করেছেন। এই অঙ্গ হিসেবে জানিয়েছেন যে ত্রিপুরায় মোট ১৯ টি জনজাতি গোষ্টির বসবাস।  এর মধ্যে ঊনকোটি জেলার ২০১১ এর জনগণনা অনুসারে ২১ টা গ্রাম জনজাতি বসতি বলে চিহ্নিত হয়েছিল। 

ওই সব গ্রামের সমস্ত জনজাতি পরিবার গুলিকে জায়গার পাট্টা, কিষাননিধি কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশনে জল পৌঁছানো, ইলেকট্রিসিটি পৌঁছানো, রাস্তা তৈরি করা, রেশন কার্ড ,আধার কার্ড, ব্যাংক একাউন্ট, মৎস্য পালনে সাহায্য করা, পশুপালনে সাহায্য করা সহ বিভিন্ন রকমের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে জেলার সমস্ত প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *