BRAKING NEWS

বাংলা-ঝাড়খণ্ড সীমানা সিল করা নিয়ে ব্যাখ্যা চাইলেন রাজ্যপাল, বন্যা নিয়েও প্রতিক্রিয়া ডঃ বোসের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.): বাংলা-ঝাড়খণ্ড সীমানা সিল কেন করা হয়েছে, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা চাইলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রের খবর, সংবিধানের ১৬৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সীমানা সিল করা নিয়ে ব্যাখ্যা চেয়েছেন রাজ্যপাল বোস। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বন্যা পরিস্থিতির কারণ দেখিয়ে ঝাড়খণ্ড-বাংলা সীমানা বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর ফলে ঝাড়খণ্ড-বাংলা সীমানায় আটকে পড়েছে বহু পণ্যবাহী ট্রাক।এদিকে, বাংলার বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সম্পর্কে রাজ্যপাল বোস শনিবার বলেছেন, “বন্যা পরিস্থিতি এমন একটি বিষয় যা গুরুত্ব সহকারে দেখা উচিত। বন্যার আগে এবং পরে কিছু পদক্ষেপ নিতে হবে। দুর্ঘটনা আকস্মিক নয়, এর পেছনে মানবিক কারণ রয়েছে। এখন যা প্রয়োজন তা হলো বন্যায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে পুনর্বাসন ও উদ্ধার করা। দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসেবে প্লাবনভূমি ব্যবস্থাপনা থাকতে হবে। প্লাবনভূমি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জলাবদ্ধতা ব্যবস্থাপনা। যতদূর সম্ভব, পরিকাঠামো বিপর্যয়-প্রতিরোধী হওয়া উচিত। বন্যা মোকাবেলায় অনেক দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এগুলি এমন বিষয় যা এখন প্রাসঙ্গিক হওয়া উচিত, দোষ দেওয়ার খেলা নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *