BRAKING NEWS

কলকাতা চক্র রেলের চার দশক পূর্তিতে বিশেষ ট্রেন যাত্রাতে পড়ুয়াদের উৎসাহ

কলকাতা ২১ সেপ্টেম্বর (হি. স.) তিলোত্তমা কলকাতা নগরীর প্রাণকেন্দ্রে গত চল্লিশ বছর ধরে ছুটে চলেছে সার্কুলার রেল। দমদম স্টেশন থেকে মূলতঃ শহরের বুকে তার অবাধ যাতায়াত। শহরতলির মধ্যেই লাইফলাইন। নেই কোনও যানজট। তবে, গঙ্গার জল একমাত্র ব্যতিক্রম। কলকাতা স্টেশন ছুঁয়ে কলকাতাল বাণিজ্য কেন্দ্র সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বড়বাজার হয়ে সটান অফিস পাড়া ডালহৌসি অঞ্চলে ঢুকে পড়ে। অফিস পাড়ায় এই ট্রেন জনপ্রিয়। ইডেন গার্ডেন্স স্টেশন ছুঁয়ে মাঝেরহাট পর্যন্ত প্রসারিত এই চক্ররেলের পরিষেবা। সেখান থেকে বালিগঞ্জ জংশন দক্ষিণ শহরতলিতেও সমান কদর। পিছিয়ে নেই উত্তর কলকাতা। দমদম জংশন হয়ে বনগাঁ ও নৈহাটি সেকশনেও যাত্রীদের বয়ে নিয়ে চলেছে। চার দশক পূর্তি হল ওই পরিষেবার। এই উপলক্ষে শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে পড়ুয়াদের উপস্থিতিতে কলকাতা স্টেশন থেকে এক বিশেষ ইএমইউ লোকালকে ফুল দিয়ে সাজিয়ে তোলে পূর্ব রেল কর্তৃপক্ষ। উৎসাহী রেল যাত্রী ও অন্যান্য দিনের মত সাধারণ এবং নিত্যযাত্রীরাও সামিল হয়েছেন ওই বিশেষ ট্রেন যাত্রাতে। প্রিন্সেপ ঘাট স্টেশনে সকলকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়েছে। জেনারেল ম্যানেজার সহ রেলকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *