BRAKING NEWS

তিন দফা দাবিতে দক্ষিণ জেলা শাসকের নিকট ডেপুটেশন 

বিলোনিয়া, ২১ সেপ্টেম্বর : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য কমিটি ও ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে জেলাশাসকের নিকট ডেপুটেশন, শনিবার বিকাল চারটায় ডিওয়াইএফ দক্ষিণ জেলা কমিটি  সারা রাজ্যের সাথে সঙ্গতি রেখে তিন দফা দাবি সনদের স্মারকলিপি দক্ষিণ জেলা শাসকের হাত দিয়ে মুখ্য সচিবের নিকট প্রেরণ করে।

তিন দফা দাবি গুলো হলো অবিলম্বে বিভিন্ন দপ্তরে চিহ্নিতকরণ করে শূন্য পদ পূরণ করা, আউটসোর্সিং মাধ্যমে নয স্হায়ী  নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান, ইন্টারভিউ নির্দিষ্ট সময়ে নেওয়া, এই তিন দফা দাবি নিয়ে জেলা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে দল মতের উর্ধ্বে উঠে সরকার যাতে  শূন্য পদ পুরন, আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া,স্বল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা।

 আগামী দিন এই তিন দফা দাবির ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর ডি ওয়াই এফ বিলোনিয়া শহরের মিছিল করে দাবিগুলি জনগণের সামনে বিস্তারিত ভাবে  তুলে ধরা হবে বলে জানান সংগঠনের পক্ষ থেকে,  সম্প্রতি বন্যায় মুহুরী নদীর যে বাঁধ ক্ষতিগ্রস্ত হয় তা যেন মেরামত করা হয়, কলাবাড়িয়া ফুট ব্রিজ, সাব্রুমের হরিনা ব্রিজ যাতে সংস্কার করা হয় সে বিষয়ে জেলাশাসকের নিকট তুলে ধরা হয়এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের যাতে সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়।

জেলাশাসক আশস্ত করেন তিনি উর্ধতন কর্তৃপক্ষের নজরে নেবেন,  ডেপুটেশন শেষে মহকুমা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বিস্তৃত ভাবে তুলে ধরেন সংগঠনের নেতৃত্বরাএইদিনের সাংবাদিক সম্মেলনে ও ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন ডি ওয়াই এফ বিলোনিয়া মহকুমা সম্পাদক মধুসূদন দত্ত রাজ্য কমিটির সদস্য গৌতম সেন, রাকেশ বিশ্বাস, খোকন শীল ও বিশ্বজিৎ দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *