BRAKING NEWS

বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ করছে ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বেচ্ছাসেবকরা

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে শুক্রবার থেকেই পরিষেবা চালু করা হয়েছে। এরাজ্যের বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকায় ত্রাণের কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের পক্ষ থেকে ঘাটাল, পাঁশকুড়া, গাইঘাটা সহ বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণের কাজ  চলছে। শুক্রবার থেকেই একাধিক এলাকায় রান্নার পাশাপাশি খাবার পরিবেশন করতে স্বামীজিরা স্বেচ্ছাসেবকের ভূমিকায়।  ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, সংশ্লিষ্ট তিনটি বন্যা প্রবণ এলাকাতে তুলনায় উঁচুতে নিরাপদ জায়গায় সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা একযোগে সেখানে রান্নার কাজ শুরু করেছেন। এরপর নৌকোয় করে খিচুড়ি, ডালমা সহ বিভিন্ন তরকারি ও খাদ্য দ্রব্য নিয়ে বিভিন্ন গ্রামে বন্যা কবলিত এলাকায় পৌঁছে যাচ্ছেন সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। সেইসঙ্গে জলমগ্ন এলাকায় বাড়ির ভেতরেও ঢুকে পরিবারের সদস্যদের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। একইভাবে হাওড়া, হুগলি সহ আরো কয়েকটি জায়গায় যেখানে ইতিমধ্যেই বন্যার জল ঢুকে পড়েছে সেই সব জায়গায় শুকনো খাবার পৌঁছে দেওয়ার কাজও শুরু হয়েছে। বিশ্বাত্মানন্দ মহারাজ আরও জানান, প্রয়োজনে ওইসব জায়গায় রান্না করা খাবার দেওয়ার কাজও শুরু হবে। বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয় ছাড়াও কলকাতা এবং শহরতলিতে সংঘের যে সমস্ত শাখা সংগঠন আছে সেখান থেকে সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকরা বন্যা কবলিত এলাকায় পৌঁছে গিয়ে এই কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *