BRAKING NEWS

মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা, সতর্কবার্তা জারি

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি.স.): গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই ফের নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এ নিয়ে এক পূর্বাভাস মিলেছে। পূর্বাভাস বিশ্লেষণ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। জানা গিয়েছে যে, এই মুহূর্তে আবহাওয়ার গতিপ্রকৃতি অনুযায়ী, নতুন করে সৃষ্ট এক ঘূর্ণিঝড়ের রেখা অনুভূত হয়েছে উপরের বায়ুমন্ডলে উত্তর আন্দামান সাগরে ও প্রতিবেশী তৎসংলগ্ন এলাকায়। শনিবার সেটি স্পষ্ট হবে। এরপর তা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সেইসঙ্গে এর প্রভাবে নিম্নচাপের এলাকা তৈরি হবে উত্তর পশ্চিমে ও তৎপরবর্তীতে মধ্য বঙ্গোপসাগরে আগামী সোমবার। এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত / সৌম্যজিৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *