BRAKING NEWS

বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবন যাত্রায় ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মন্ত্রী সুধাংশু 

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবন যাত্রায় ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে একথা বলেন মন্ত্রী সুধাংশু দাস। 

প্রসঙ্গত, আজ কৈলাশহর সার্কিট হাউস কনফারেন্স হলে ঊনকোটি জেলার জেলাশাসক,জেলা ও মহকুমা স্তরের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া বন্যা পরবর্তী পরিস্থিতির ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে এক বৈঠকের আয়োজন করা হয়েছে।

 মূলত, সরকার কতৃক প্রদত্ত সাহায্য বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা স্তরীর পর্যালোচনা বৈঠক করা হয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।

এদিন তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহার নেতৃত্বে  বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবন যাত্রায় ফিরিয়ে আনতে বিভিন্ন  পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। তা দ্রুত বাস্তবায়নের জন্য আধিকারিকদের নির্দেশ প্রদান করেন তিনি।পাশাপাশি এদিন তিনি বৈঠকে দ্রুত বন্যা ক্ষয়ক্ষতি নিরসনে গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *