BRAKING NEWS

তিনদিনের সিবিআই হেফাজত শেষে আদালতের দ্বারস্থ সিবিআই

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় সন্দীপ ও অভিজিৎ এর মুখোমুখি জেরাতে স্পষ্ট হচ্ছে না তদন্তের কাজ। যার ফলে ধোঁয়াশা কাটছে না। বরং দীর্ঘসূত্রিতা বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের পলিগ্রাফ টেস্ট করতে চাইছে সিবিআই। সেইসঙ্গে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ এর নারকো টেস্ট করার জন্য আদালতের দ্বারস্থ সিবিআই। উভয় বিষয়ে আবেদন জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আপাতত অনুমতির অপেক্ষায় রয়েছে। এদিকে, শুক্রবার এই দুজনের সিবিআই হেফাজতের তিনদিনের মেয়াদ শেষ হল। এদিন তাদের আদালতে পেশ করা হয়। নারকো টেস্ট এর জন্য গুজরাটে সন্দীপ’কে নিয়ে যাওয়া হবে। এর আগে সন্দীপের পলিগ্রাফ টেস্ট হয়েছে। তবে তখন তিনি  নারকো টেস্টে আপত্তি জানান। উল্লেখ্য, এ পর্যন্ত ৯ জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *