BRAKING NEWS

সাংবাদিক সম্মেলনে অর্থ দপ্তরের সচিববন্যা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যসচিবের সভাপতিত্বে এসএলবিসি’র বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর ৷৷ রাজ্যে সাম্পতিক অপ্রত্যাশিত বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যসচিব জে. কে. সিনহার সভাপতিত্বে আজ মহাকরণে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বিভিন্ন দপ্তরের সচিব, বিশেষ সচিব, অধিকর্তা এবং উচ্চপদস্থ আধিকারিগণ উপস্থিত ছিলেন৷ সভায় বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তা ও আধিকারিকগণ বন্যায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে অর্থদপ্তরের সচিব অপূর্ব রায় এই সংবাদ জানান৷ সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, সভায় বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিগণ জানিয়েছেন বন্যায় কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রের ক্ষয়ক্ষতির পরিমাণের উপর ভিত্তি করে ব্যাঙ্কগুলি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উদ্যোগ নেবে৷ ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন এলাকায় শিবিরের আয়োজন করবে৷ ব্যাঙ্কগুলি প্রধানমী আবাস যোজনা-গ্রামীণ ও প্রধানমী আবাস যোজনা-শহর প্রকল্পেও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে৷ পিএমইজিপি, স্বাবলম্বন, পিএম বিশ্বকর্মা প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড, শিক্ষা ঋণ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, সিডি রেসিও বৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হবে৷
সাংবাদিক সম্মেলনে অর্থ সচিব জানান, সভায় বিভিন্ন দপ্তরের সচিবগণ সংশ্লিষ্ট দপ্তরের  ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাঙ্ক কর্তপক্ষের সামনে তুলে ধরেন৷ কৃষি দপ্তরের ক্ষেত্রে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন চলছে যা এক সপ্তাহের মধ্যে ব্যাঙ্কগুলিকে জানিয়ে দেওয়া হবে৷ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের সচিব জানান, এই বন্যায় দপ্তরের বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে যা নিরুপণ করে ব্যাঙ্কগুলিকে জানানো হবে৷ এছাড়াও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তারাও তাদের নিজ নিজ দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাঙ্ক কর্তপক্ষের সামনে তুলে ধরেন৷ সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রপ ইনসুুরেন্স ইনস্টিটিউশনাল ফাইনেন্স অধিকর্তা রাখী বিশ্বাস, এসএলবিসি কনভেনার ঋতুরাজ কৃষ্ণা প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *