বহরমপুর, ৩০ জুন (হি.স.): কোচবিহারের মাথাভাঙায় মহিলা বিজেপি কর্মীকে হেনস্থার ঘটনায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, “নির্বাচনের পরও বাংলায় যেমন ঘটনা ঘটছে, এমন ঘটনা দেশের অন্য কোথাও আমরা দেখছি না? মহিলার প্রতি হিংসা করার অধিকার কারও নেই।”
রবিবার এক সাংবাদিক সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “মহিলাদের প্রতি আক্রমণ, জাতি নির্বিশেষে, অগ্রহণযোগ্য। নির্বাচন হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে, এবং শাসক দল রাজ্যে সর্বাধিক আসন জিতেছে, তাহলে সরকার কেন রাজ্যে হিংসার আশ্রয় নিচ্ছে?”