ব্যারাকপুর, ৩০ জুন (হি.স.): ব্যারাকপুর জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। শনিবার মধ্য রাতে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের আতপুর বাজার এলাকার বাসিন্দা বিজেপি কর্মী বিপ্লব কুমার ঘোষের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা সঞ্জু বিশ্বাস দলবল নিয়ে বিপ্লবের বাড়িতে হামলা চালায়। পেশায় সাংবাদিক বিপ্লবের ভাই পল্লব কুমার ঘোষ প্রতিবাদ জানালে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ।
রবিবার বিজেপি কর্মীর মা চন্দনা ঘোষ সংবাদ মাধ্যমে জানান, একজন ওপরে এসে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। কয়েকজন নিচে দাঁড়িয়ে ছিল। তাঁর অভিযোগ, দুই ছেলেকে ঘরে ঢুকে ওরা মারার চেষ্টা করেছিল। ঘটনার পর থেকে আতঙ্কে ঘোষ পরিবার। এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর বিপ্লব মালো বলেন, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।