ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সাগর দেবের দুরন্ত বোলিং। সঙ্গে রূপান্ত-এর দারুন সহযোগিতা। ব্যাটার্সদের সম্মিলিত প্রয়াসে চ্যালেঞ্জিং স্কোর। সব মিলে দারুন জয় পেয়েছে আমবাসা। তাও জিরানিয়াকে ৪৮ রানের ব্যবধানে হারিয়ে। খেলা সিনিয়র প্লেট বিভাগের সেমিফাইনাল ম্যাচ। শান্তির বাজারের বাইখোঁড়া ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ড বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির কারণে ম্যাচ শুরু হতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এর ফলে ওভার সংখ্যা কমিয়ে ২৩ করা হয়েছে। টস জিতে জিরানিয়া প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে আমবাসা সীমিত ২৩ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে করণ ত্রিপুরার ২৮ রান ও সাগর দেবের ২৬ রান উল্লেখ করার মতো। অধিনায়ক সৌরভ কর দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে জিরানিয়ার অলরাউন্ডার অধিনায়ক সৌরভ যথেষ্ট চেষ্টা করে ব্যক্তিগত ৫৬ রান সংগ্রহ করলেও সঙ্গী সাথীদের চূড়ান্ত ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। সৌরভ ৫২ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৬ রান পায়। ২২.৫ ওভার খেলে ১১৯ রান সংগ্রহ করে জিরানিয়ার ইনিংস গুটিয়ে নেয়। সাগর দেব নয় রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে দলের জয় ত্বরান্বিত করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। রূপান্ত দাস দুটি এবং উত্তম কৈলই ও করন ত্রিপুরা একটি করে উইকেট পেয়েছে।