আগরতলা, ২৭ জুন: ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে একক শক্তিতে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার বার্তা দিলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। আজ সামাজিক মাধ্যমে দলীয় কর্মী, সর্মথক ও নেতাদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন তিনি।
এদিন তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, তিপরা মথাকে নিজের একক শক্তিতে এবং বুদ্ধিতে পঞ্চায়েত ভোটে লড়াই করার জন্য প্রস্তুত করা উচিত। তিনি আরও বলেন, দল যদি একটি নির্দিষ্ট এলাকা নিয়ে ভাবতে থাকে, তাহলে দলের অগ্রগতি হবে না। একক লড়াইয়ে দলীয় কর্মী সর্মথকদের ভয় পাওয়ার কোন কারণ নেই।