ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বৃষ্টিতে দুটি সেমিফাইনাল ম্যাচ-ই স্থগিত রাখতে হয়েছে। রেফার করা হয়েছে আগামীকাল অনুষ্ঠিত হবে বলে। সিনিয়র স্টেট মীট প্লেট গ্রুপের সেমিফাইনালে আজ, বুধবার দুই মহকুমার, দুই মাঠে একই সময়ে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে গ্রুপ এ চ্যাম্পিয়ন তেলিয়ামুড়া বনাম গ্রুপ বি রানার্স বিলোনিয়ার খেলা। শান্তির বাজারে বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে গ্রুপ বি চ্যাম্পিয়ন আমবাসা ও গ্রুপ এ রানার্স জিরানিয়ার মধ্যে খেলা হওয়ার কথা ছিল। বৃষ্টিতে দুই মাঠেই দুটো ম্যাচ স্থগিত রাখা হয়েছে। দুটি ম্যাচেই আগামী কাল একই সময়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুন মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানেই।