ক্রীড়া প্রতিনিধি আগরতলা। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে একদিকে যখন চলছে ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল ও সিনিয়র মহিলা লিগ ফুটবল টুর্নামেন্ট, ঠিক তখন অন্যদিকে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী চলছে সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট। রাজ্যভিত্তিক এই টুর্নামেন্টকে সামনে রেখে এখন চলছে বয়স ভিত্তিক জেলা আসর। পশ্চিম জেলাভিত্তিক অনূর্ধ্ব ১৭ বালকদের ফুটবল টুর্নামেন্টের সূচি অনুযায়ী বড়জলা বীণাপাণি স্কুল গ্রাউন্ডে আয়োজিত এই আসরে অনূর্ধ্ব ১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয় স্যান্ডো ফাউন্ডেশন ইংলিশ মিডিয়াম স্কুল। রানার্স হল আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। বুধবার সকালে জেলাভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংশ নেয় মোহনপুর স্যান্ড ফাউন্ডেশন ইংলিশ মিডিয়াম স্কুল ও ডন বসকো। এই ম্যাচে স্যান্ড ৩-২ গোলের ব্যবধানে ডন বস্কো কে পরাজিত করে সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেয়। ফলে টুর্নামেন্টের সরাসরি ফাইনালের ছাড়পত্র পাওয়া আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মুখোমুখি হয় স্যান্ড। এই ম্যাচে স্যান্ড ৩-০ গোলের ব্যবধানে আমতলীকে পরাজিত করে সরাসরি রাজ্যভিত্তিক আসরে খেলার যোগ্যতা অর্জন করে নিল। জেলা ভিত্তিক এই আসর থেকে রাজ্য ভিত্তিক আসরে অংশগ্রহণ করবে।