BRAKING NEWS

মেরিনা, বিনাতার জোড়া হ্যাটট্রিক জয়ের হ্যাটট্রিক ত্রিপুরা স্পোর্টস স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা। জোড়া হ্যাটট্রিক। আরও দুই গোল। ৮ গোলে দুর্দান্ত জয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের। হারিয়েছে শক্তিশালী চলমান সংঘকে। এই জয়ের সুবাদে ত্রিপুরা স্পোর্টস স্কুলের জয়ের হ্যাটট্রিকও হয়ে গেল। প্রথমার্ধেই বিজয়ী দল চার গোলে এগিয়েছিল। পুরো খেলাতেই যথেষ্ট প্রাধান্য বিস্তার করে খেলে ত্রিপুরা স্পোর্টস স্কুল অনেকটা চ্যাম্পিয়ন এর মেজাজে জয়ের ধারা অব্যাহত রেখে এগোচ্ছে। ‌ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল লিগ টুর্নামেন্টের সপ্তম ম্যাচে আজ, বুধবার ত্রিপুরা স্পোর্টস স্কুল নিজেদের টানা তৃতীয় জয় পেয়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকাল আটটায় ম্যাচ শুরুতে গোলের শুরু খেলার ১৪ মিনিটের মাথায় মেরিনা জমাতিয়ার  সৌজন্যে। ২৫ ও ৩৯ মিনিটে পরপর মেরিনার আরও দুটি গোল দলকে ৩-০ তে লিড এনে দেয়। পাশাপাশি মেরিনা তার হ্যাটট্রিকটিও সেরে নেয়। দুই মিনিট বাদে নির্ভরযোগ্য স্ট্রাইকার শ্রেয়া দেব আরও একটি গোল করে প্রথমার্ধে দলকে ৪-০ তে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের চলমানের রক্ষণভাগ ভেদ করে স্পোর্টস স্কুলের মেয়েরা ক্রমাগত আক্রমণ রচনা করতে থাকে। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় কেয়া দেববর্মার গোলে ব্যবধান আরও বাড়ে। এবার যেন স্পোর্টস স্কুলের ব্যাটন বিনাতার হাতে চলে আসে। ৫৭ মিনিটে বিনাতা সিনহা একটি গোল করে দলকে ৬-০ তে লিড এনে দেওয়ার পাশাপাশি আরও যেন তার গোল ক্ষুধা বেড়ে যায়। খেলার শেষ পর্যায়ে এক মিনিট অন্তর পরপর আরও দুটি গোল করলে একইভাবে বিনাতা তার নিজের হ্যাট্রিকের কোটা পূরণ করে, অপরদিকে দলের জয় চূড়ান্ত হয় ৮ গোলের ব্যবধানে। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু-দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তপন কুমার নাথ, পল্লব চক্রবর্তী, লিটন সাহা ও ইন্দ্রানী দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *