BRAKING NEWS

হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ডিমা হাছাও পুলিশের

হাফলং (অসম) ২৪ জুন (হি স) ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টির জেরে হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে ধস নেমে ওই জাতীয় সড়কটির জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার দরুন প্রতিদিন ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি সড়ক পথটি বেহাল হয়ে পড়ার দরুন প্রতিদিনই যনযাটের সৃষ্টি হচ্ছে। যার দরুন সোমবার থেকে হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচলের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করে ডিমা হাসাও পুলিশ। হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে জাটিঙ্গার দিক থেকে আসা ভারি যানবাহন সকাল ৮ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত চলাচল করতে পারবে। তাছাড়া হারাঙ্গাজাওয়ের দিক থেকে আসা ভারি যানবাহন রাত ১২ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত চলাচল করতে পারবে।

তাছাড়া জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশে যাত্রীবাহী বাস বা অনান্য যাত্রীবাহী যানবাহন সকাল ৬ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলাচল করতে পারবে। নাগাড়ে বৃষ্টির দরুন হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের ক্ষতিগ্রস্থ অংশ সংস্কার কাজের জন্য ডিমা হাসাও পুলিশ এই সড়ক পথে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে। উল্লেখ্য হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক দক্ষিণ অসমের বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মনিপুর ও মিজোরামের জন্য অতি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। বর্ষায় ধস নেমে গুয়াহাটি থেকে মেঘালয় হয়ে আসা জাতীয় সড়কটি বন্ধ হয়ে পড়লে ওই সড়কটি যাতায়াতের জন্য একমাত্র নির্ভরশীল বরাক উপত্যকা সহ ত্রিপুরা মনিপুর মিজোরামের মানুষের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *