ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সিনিয়র স্টেট মীট প্লেট গ্রুপের সেমিফাইনাল এর লাইনআপ চূড়ান্ত হয়েছে। আগামী ২৬ জুন ২ জেলার, দুই মহকুমার, দুই মাঠে একই সময়ে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে গ্রুপ এ চ্যাম্পিয়ন তেলিয়ামুড়া খেলবে গ্রুপ বি রানার্স বিলোনিয়ার বিরুদ্ধে। শান্তির বাজারে বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অপর সেমিফাইনালে গ্রুপ বি চ্যাম্পিয়ন আমবাসা খেলবে গ্রুপ এ রানার্স জিরানিয়ার বিরুদ্ধে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুন মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে।
2024-06-24