নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): দিল্লি হাইকোর্টে আটকে গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনে মুক্তি। কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। শুক্রবার জরুরি ভিত্তিতে শুনানির পর আদালত জানায় আগামী ২-৩ দিনের মধ্যে এবিষয়ে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। ফলে ততদিন জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার আম আদমি পার্টির প্রধানের জামিনের আবেদন মঞ্জুর হয় রাউস অ্যাভিনিউ আদালতে। সেই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল ইডি। সেখানেই শেষ বেলায় এসে ফের পিছিয়ে গেল কেজরিওয়ালের মুক্তি।
হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ