নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): উত্তর দিল্লির তিলক মার্কেট থানা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হলো এক মহিলার পচাগলা দেহ। নিহতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। মৃতের বয়স ৫০-৬০ বছর বলে অনুমান।
শুক্রবার পুলিশ জানিয়েছে, দিল্লির তিলক মার্কেট থানা এলাকার একটি বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। এরপরই পুলিশ এসে তালা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।