BRAKING NEWS

নেট-নিট দুর্নীতির প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের বিক্ষোভ

কলকাতা, ২১ জুন (হি.স.): নিট-নেট বিতর্ককে কেন্দ্র করে সমগ্র দেশ উত্তাল। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ প্রদর্শন। পরীক্ষার একদিনের মধ্যে ইউজিসি নেট পরীক্ষা বাতিল করে দেয় কেন্দ্র। যে কারণে এখন প্রশ্নের মুখে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ। এই নিয়ে এবার বিক্ষোভের আঁচ পড়ল বাংলাতেও।

কলকাতার মৌলালিতে অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস মিছিল করে। বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা-কর্মীরা। হাতে কালো পোস্টার, তাতে লেখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ চেয়ারম্যান প্রদীপকুমার জোশীর পদত্যাগের দাবি। কংগ্রেসের দাবি, ‘অসঙ্গতিপূর্ণ’ নিট পরীক্ষা বাতিল করে করে পুনরায় পরীক্ষা নিতে হবে।

অধীর চৌধুরী বলেন, প্রচুর ভবিষ্যৎ প্রজন্ম আত্মহত্যা করেছে। দেশ জুড়ে ৭৬ হাজার কোটি টাকার কোচিং ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। দুর্নীতির পথে গিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে। বড় দুর্নীতির একটা চক্র চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *