নিউটন, ২১ জুন (হি.স.): শুক্রবার বিকেলে আবারও নিউ টাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন পরেই আবার নিউটাউনের চোখের হাসপাতাল শঙ্কর নেত্রালয়ে এসেছিলেন। যদিও কেন বা কি কারণে মুখ্যমন্ত্রীর ঘনও ঘণও আগমন তার সুস্পষ্ট ভাবে জানা যায়নি। তবে সূত্রের খবর, চোখের ছানি অপারেশনের কারণে আজ হাসপাতালে এসেছিলেন মুখ্যমন্ত্রী।
যদিও হাসপাতাল সূত্রের খবর ১৩ দিন পর মুখ্যমন্ত্রী চোখের চেক আপ এর জন্য ডাকা হয়েছিল। তার আগেই দুদিনের মধ্যেই সিএম আবার হাজির হলেন।গত বুধবার নবান্ন থেকে বেরিয়ে সোজা নিউটাউনের চোখের হাসপাতালে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। চক্ষু পরীক্ষার পর আবারও কাজে যোগ দিয়েছিলেন। তবে গোটা ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত কিছু জানান নি।