শ্রীনগর, ২০ জুন (হি. স.) : তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে বৃহস্পতিবার দুদিনের সফরে জম্মু ও কাশ্মীর সফরে গেছেন নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে শ্রীনগরে প্রধানমন্ত্রী মোদী। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম কোনও কেন্দ্রশাসিত অঞ্চলে গেলেন তিনি।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় উপত্যকায় যান চলাচল সীমিত করা হয়েছে। রেড জোন এলাকাগুলিতে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। এছাড়াও অত্যাধুনিক অস্ত্র এবং হাই-টেক নজরদারি ডিভাইস নিয়ে ভূস্বর্গে জওয়ানরা সতর্ক রয়েছেন।