নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন: ভারত সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসাবে পুনরায় দায়িত্ব গ্রহণের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী দেশের রেলওয়ে অবকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় রিল মন্ত্রীর অব্যাহত নেতৃত্ব এবং নিষ্ঠার প্রশংসা করেন। আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত কাঞ্চনগুঙ্গা এক্সপ্রেসের সাম্প্রতিক সম্প্রসারণ ত্রিপুরার রেল যোগাযোগের জন্য একটি উল্লেখযোগ্য উন্নয়ন বলেও দাবি করেন তিনি।
এছাড়াও রাজ্যে আগরতলা থেকে কলকাতা হয়ে এবং আগরতলা (ত্রিপুরা) থেকে চট্টগ্রাম (বাংলাদেশ) পর্যন্ত নব উদ্বোধন করা আগরতলা (ভারত)-আখাউড়া (বাংলাদেশ) রেল সংযোগের মাধ্যমে নিয়মিত যাত্রী ও পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু করা, বদরপুর থেকে সাব্রুম পর্যন্ত রেলওয়ে ট্র্যাকের বিদ্যুতায়ন বিদ্যমান এক লাইন রেল ট্র্যাককে ডাবল লাইন ট্র্যাকে রূপান্তর করা, স্থানীয় ডেমো ট্রেনগুলিতে কোচের সংখ্যা বৃদ্ধি করা সহ বিভিন্ন কারণে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।