রাহুলের জন্মদিনে আবেগঘন পোস্ট প্রিয়াঙ্কার

নয়াদিল্লি, ১৯ জুন (হি. স.): বুধবার ৫৪তম জন্মদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। জন্মদিনে বোন প্রিয়াঙ্কার থেকে এল বিশেষ বার্তা। এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লেখেন, আমার মিষ্টি দাদাকে জন্মদিনের শুভেচ্ছা। যার বিশ্বের সবকিছুর প্রতি অনন্য দৃষ্টিভঙ্গি জীবনের পথকে আলোকিত করে। আমার বন্ধু, আমার সহযাত্রী, যুক্তিবাদী উপদেষ্টা, দার্শনিক এবং নেতা, তোমায় ভীষণ ভালবাসি।

উল্লেখ্য, এদিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে কেকে কেটে এবং লাড্ডু খাইয়ে জন্মদিন উদযাপন করা হয়। প্রসঙ্গত, এদিন সাতসকালেই রাহুলকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন খাড়গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *