নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীকে তাঁর ৫৪-তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জন্মদিনে রাহুলকে শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন খাড়গে। বুধবার এক্স–এ শুভেচ্ছা বার্তায় খাড়গে লিখেছেন, রাহুল গান্ধীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা।
এরপরই খাড়গে লিখেছেন, ভারতীয় সংবিধানে গৃহীত মূল্যবোধের প্রতি আপনার অটল অঙ্গীকার ও লক্ষ লক্ষ কণ্ঠের প্রতি আপনার সহানুভূতি, এই গুণগুলিই আপনাকে আলাদা করে। কংগ্রেস দলের বৈচিত্র্য, সম্প্রীতি এবং সহানুভূতির মধ্যে ঐক্যের নীতি আপনার সমস্ত কাজে দৃশ্যমান, আপনি ক্ষমতার কাছে সত্যের আয়না দেখিয়ে শেষ ব্যক্তির দাঁড়িয়ে থাকা চোখের জল মুছতে নিজের মিশন চালিয়ে যাচ্ছেন।”