ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ম্যাচে জয়ের আনন্দটাই আলাদা। তাও ক্লাব লীগ ফুটবল বলে কথা। শুরুতেই অ্যাটাকিং চিন্তাধারা। কোচের এই কৌশলে দুর্দান্ত সাফল্যও পেয়েছে আনন্দ ভবন। নজর কেড়েছে নয়ন বাহাদুরের দুরন্ত হ্যাট্রিক। ৩-১ গোলে ইয়ুথ ক্লাবকে হারিয়ে দারুন জয় দিয়ে লীগ সূচনা আনন্দ ভবনের। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন ফুটবল টুর্নামেন্টের এ গ্রুপের প্রথম খেলায় আনন্দ ভবন ৩-১ গোলে ইয়ুথ ক্লাব কে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। খেলার ১২ মিনিটের মাথায় নয়ন বাহাদুর মরসুমের প্রথম গোল। ১৪ মিনিট বাদে দ্বিতীয় এবং তারও ১৩ মিনিট বাদে তৃতীয় গোল করে নয়ন বাহাদুর প্রথম ম্যাচে প্রথমার্ধেই দুর্দান্ত হ্যাট্রিকের নজির গড়েছে। সতীর্থদের দারুন বোঝাপড়ায় নয়ন বাহাদুর একাই দলকে খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে লিড এনে দিয়ে জয়ের পথ প্রশস্ত করে তোলে। দ্বিতীয়ার্ধে আনন্দ ভবন কিছুটা রক্ষণাত্মক স্টাইলে খেলে। তবে ৬৫ মিনিটের মাথায় ইয়ুথ ক্লাবের পরিতোষ দেববর্মা একটি গোল করে ব্যবধান কমিয়ে ১-৩ করে। কার্যত আনন্দ ভবনের জয় রুখতে পারেনি। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু দলের চারজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, লিটন সাহা, সুকান্ত দত্ত ও সুশান্ত দাস। দিনের খেলা সকাল আটটা থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে পরপর চারটি ম্যাচ।