ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। চার মহাকুমার চারটি মাঠে চারটি ম্যাচের প্রস্তুতি। বৃষ্টি বাধার সৃষ্টি করলে পরবর্তী দিনে ম্যাচটি রেফার করা ছাড়া বাকি সব প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকেই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেট প্লেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। বৃষ্টি এবং মন্দ আবহাওয়া কতটুকু প্রতিবন্ধকতা তৈরি করে সেটাই এখন দেখার বিষয়। মাঝপথে বৃষ্টি বিঘ্নিত খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়া থেকে বাঁচাতে রিজার্ভ ডে পন্থা এই টুর্নামেন্টেও কার্যকরী করা হবে টিসিএ থেকে জানানো হয়েছে। রিজার্ভ ডে-তে খেলা পরিত্যক্ত হলে ম্যাচ থেকে দু দল পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে। পরিবেশ পরিস্থিতিতে সবকিছুই সম্ভব ধরে নিয়েই আগামীকাল থেকে দুই জেলার চার মাঠে চারটি ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা ঘটছে। গ্রুপে এ-তে খেলবে সাব্রুম, খোয়াই, অমরপুর, জিরানিয়া এবং তেলিয়ামুড়া। গ্রুপ বি-তে খেলবে ধর্মনগর, গন্ডাছড়া, লংতরাই ভ্যালী, আমবাসা ও বিলোনিয়া। আগামীকাল মেলাঘর মাঠে খোয়াই খেলবে সাব্রুমের বিরুদ্ধে। শান্তিরবাজার মাঠে অমরপুর ও তেলিয়ামুড়া পরস্পরের মুখোমুখি হবে। বিলোনিয়া মাঠে লংতরাই ভ্যালি খেলবে আমবাসার বিরুদ্ধে। সাব্রুমে বিলোনিয়া ও গন্ডাছড়া পরস্পরের বিরুদ্ধে খেলবে। এদিকে, প্রাকৃতিক পরিস্থিতির কথা বিবেচনা করে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের নির্ধারিত দিনের পরবর্তী দিন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। শুধুমাত্র আগামীকালের ম্যাচ চারটির ক্ষেত্রে কোনও রিজার্ভ ডে থাকবে না। পরবর্তী দিনে ধর্মীয় অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে রিজার্ভ ডে রাখা যাচ্ছে না বলে সরাসরি পরিত্যক্ত ঘোষণা করে প্রতি দলকে দুই করে পয়েন্ট প্রদান করা হবে।