ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টীম প্রস্তুত। মাঝমাঠ, রক্ষণভাগ, দুজন গোলকিপার এমনকি রুলস অনুযায়ী বয়স ভিত্তিক ফুটবলারও রয়েছে দলে। উদ্বোধনী দিনেই মাঠে নামছে সরোজ সংঘ। প্রতিপক্ষ ইকফাই ফুটবল ক্লাব। ১৭ জুন বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত সি ডিভিশন ফুটবল লীগের প্রথম ম্যাচেই জয়ের লক্ষ্যে দল মাঠে নামবে, কোচ প্রণব সরকারের তত্ত্বাবধানে। আজ ক্লাব গৃহে এক বিশেষ অনুষ্ঠানে খেলোয়াড়দের জার্সি প্রদান করা হয়। এতে পুরোপুরি স্পনসররের ভূমিকায় লংতরাই গুঁড়া মশলা স্পাইসেস ইন্ডাস্ট্রি। অনুষ্ঠানে ক্লাবের বরিষ্ঠ সদস্য নারায়ণ চক্রবর্তী, সম্পাদক, টিম ম্যানেজার, সমস্ত ফুটবলার সহ অন্যান্যদের সঙ্গে লংতরাই গুঁড়া মশলা স্পাইসেস ইন্ডাস্ট্রির কর্ণধার তথা অন্যতম ক্রীড়া সংগঠক রতন দেবনাথ। সরোজ সংঘের হয়ে যারা খেলবে মনোজিৎ সিং বড়ুয়া, বর্ণহরি জমাতিয়া, জয় কিষান দেববর্মা, সুস্থহরি জমাতিয়া, বিশ্বজিৎ দেব, বিকন চাকমা, প্রীতম সরকার, সমরজিৎ দেববর্মা, বয়ার দেববর্মা, রকি দেববর্মা, ইমরান হোসেন, মনীষ দেববর্মা, ঝুটন দেব, অকাংশু দেববর্মা, বিকাশ দেববর্মা, বিপ্লব দেববর্মা, বিরু দেববর্মা, জয় কিষান ঘাসি, সপ্তম দেব হরিজন, সুমিত ধানুক।