BRAKING NEWS

রিজার্ভ ডে-তে স্থগিত ম্যাচ দুটিই পরিত্যক্ত পয়েন্ট কৈলাশহর, উদয়পুর, মোহনপুর, সদরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম দিনের স্থগিত ম্যাচ পরের দিন পরিত্যক্ত। একই হাল দুই জেলার, দুই মাঠের, দুটো ম্যাচের। উদ্বোধনী দিনের দুটি ম্যাচ বলে কথা। পরিবেশ পরিস্থিতি দুই দিনে দুই মাঠে একই রকম। ‌মাঠে জল লেগে থাকার কারণে খেলা হয়নি। আউটফিল্ড ভেজা। খেলার অনুপযুক্ত। চার দলের খেলোয়াড়রা রিজার্ভ ডে হিসেবে শনিবারেও যথাসময়ে মাঠে উপস্থিত হলেও দু-দুটো খেলাই শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘুষিত হলো। পয়েন্টে ভাগ বসালো চার দল। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেট এলিট টুর্নামেন্ট কাগজে কলমে শুরু হলেও কার্যত মাঠে ব্যাট বল নামেনি, টসও হয়নি। প্রথম দিনের স্থগিত ম্যাচ রিজার্ভ ডে-তে রেফার করা হয়েছিল। অতিরিক্ত দিনেও খেলা হয়নি বলে, পরিত্যক্ত ঘোষণার পরিপ্রেক্ষিতে দুই ম্যাচের চার দল পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। উল্লেখ্য, টিসিএ আয়োজিত সিনিয়র স্টেট মিট এলিট টুর্নামেন্টে গ্রুপ এ-তে খেলছে উদয়পুর, কৈলাশহর, বিশালগড় এবং শান্তির বাজার। গ্রুপ বি-তে খেলছে সোনামুরা, সদর, কমলপুর ও মোহনপুর। শনিবারে ধর্মনগরে কলেজ গ্রাউন্ড স্টেডিয়ামে কৈলাশহর ও উদয়পুর এবং  এমবিবি স্টেডিয়ামে মোহনপুর ও সদরের ম্যাচ দুটি পরিত্যক্ত ঘোষিত হওয়ায় চার দল দুই-দুই করে পয়েন্ট ভাগ করে পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *