কলকাতা, ১৫ জুন (হি. স.) : অগ্নিকাণ্ডের জেরে আপাতত বন্ধ অ্যাক্রোপলিস মল। কবে খুলবে এবিষয়ে কিছু জানানো হয়নি। প্রাথমিক তদন্তে গাফিলতির অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তদন্ত চলবে। আপাতত মল খোলা যাবে না। সবদিক খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত হবে। শনিবার অ্যাক্রোপলিস মলে আসে ফরেনসিক টিম। দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা। মল কর্তৃপক্ষের কাছে একাধিক রিপোর্ট চেয়ে পাঠানো হয়।
ডিজি ফায়ার, জগ মোহন বলেন, ফায়ারের তরফ থেকে তদন্ত করা হয় কি ঘটনা ঘটেছিল এবং কেন ঘটল। ফায়ার সিস্টেমে কোনও ঘাটতি ছিল কিনা। ফরেনসিক টিম আসে তারা বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে। এরপরই অ্যাক্রোপলিস মলকে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।