BRAKING NEWS

বানরদের মৃত্যুর হার কমাতে জেলা বনদপ্তরের বিশেষ উদ্যোগ

আগরতলা, ১২ জুন: অবশেষে মৃত্যুর হাত থেকে সিপাহীজলা অভয়ারণ্যের বানরদের রক্ষা করতে করা হল বিকল্প ব্যবস্থা। মঙ্গলবার বিকেলে পাঁচটা ত্রিশ মিনিটে সিপাহীজলা জেলা বনদপ্তরের উদ্যোগে আগরতলা সাব্রুম জাতীয় সড়কের উপর দিয়ে বানরদের চলাচলে করার বিকল্প ব্যবস্থা করলো জেলা বনদপ্তর। আর এই বিকল্প ব্যবস্থার ফলে দুর্ঘটনায় বানরের মৃত্যুর হার অনেকটাই কম হবে বলে জানান বনদপ্তরের আধিকারিকরা। 

জানা গিয়েছে,  ইতিমধ্যে সিপাহীজলা অভয়ারণ্যের অনেক পশু রাস্তা পার হতে গিয়ে যান দুর্ঘটনায় মৃত্যু হয়। সিপাইজলা জেলা বনদপ্তরের এ বিষয়ে কোনো রকম উদ্যোগ গ্রহণ না থাকায় একাধিকবার একাধিকবার সংবাদ  হয়েছিল ।আর সেই সংবাদের জেরে সিপাহীজলা জেলা বনদপ্তর নড়েচড়ে বসলো। আগরতলা সাব্রুম জাতীয় সড়কের উপর দিয়ে করা হয় বিকল্প যাতায়াতের ব্যবস্থা। আর এই ব্যবস্থার ফলে অনেকটাই মৃত্যুর হার কম হবে সিপাইজলা অভয়ারণ্যের জন্তু-জানোয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *