BRAKING NEWS

২৪ জুন থেকে শুরু সংসদ অধিবেশন, চলবে ৩ জুলাই পর্যন্ত

নয়াদিল্লি, ১২ জুন (হি. স.): শুরু হতে চলেছে সংসদ অধিবেশন। নতুন সরকারের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৪ জুন থেকে। অধিবেশন চলবে ৩ জুলাই পর্যন্ত। বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এই কথা জানান।

সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, অধিবেশনের প্রথম তিনদিনে সকল নির্বাচিত সাংসদরা শপথ নেবেন। কিরেণ রিজিজু এ দিন জানান, ১৮তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে ২৪ জুন থেকে, অধিবেশন চলবে ৩ জুলাই। নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর রাষ্ট্রপতির অভিভাষণ ও সংসদের আলোচনা শুরু হবে।

জানা গিয়েছে, লোকসভা ২৪ জুন থেকে শুরু হলেও, রাজ্যসভার অধিবেশন শুরু হবে ২৭ জুন থেকে। তবে সেটিও চলবে ৩ জুলাই পর্যন্ত। আগামী ২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *