নয়াদিল্লি, ১২ জুন (হি স): তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বিদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী৷ বৃহস্পতিবার তিনি ইতালি যাচ্ছেন ৷ জি সেভেন উন্নত অর্থনীতির দেশগুলির বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তাঁর এই সফর ৷
বিদেশসচিব বিনয় কোয়াত্রা বুধবার বলেন যে, জি সেভেন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এর ফলে গত বছর ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত জিটোয়েন্টি সম্মেলনের থেকে বেরিয়ে আসা বিষয়গুলি খতিয়ে দেখার সুযোগ মিলবে।
১৩ থেকে ১৫ জুন ইতালির আপুলিয়া রিজিয়নে বোরগো এগনাজিয়ার বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হতে চলেছে জি সেভেন শীর্ষ সম্মেলন৷ সেই আলোচনায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এবং গাজার সংঘাতের বিষয়টি নিঃসন্দেহে প্রাধান্য পাবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তাঁর দেশে রাশিয়ার আক্রমণের বিষয়টি একটি অধিবেশনে তুলে ধরবেন৷