আগরতলা, ১২ জুন: স্কুটি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে এক যুবক। আজ বেলা সাড়ে ১১ টা নাগাদ কমলপুর -আমবাসা রাস্তার কলাছড়ি এলাকায় ওই দূর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দমকলকর্মীরা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাঁর আশঙ্কাজনক অবস্থা দেখে ধলাই জেলা কুলাই হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাহিদ উদ্দিন (২৫) বাড়ি থেকে স্কুটি নিয়ে কমলপুর আসছিলেন। ওই সময় কলাছড়ি আসতে বিপরীতে বোলেরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে রাস্তায় ছিটকে পড়ে। স্হানীয়রা বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহতকে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাহিদ উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা করে ধলাই জেলা কুলাই হাসপাতালে স্থানান্তর করেন।
আরও জানা গিয়েছে, দূর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়, বুকে আঘাত লাগে। সে দক্ষিন মানিক ভান্ডারের বাসিন্দা।