নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ জুন: বুধবার থেকে শুরু হবে পাঁচদিন ব্যাপী বিলোনিয়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে বাৎসরিক উৎসব। এই উৎসব ৭৪ তম বর্ষে পদার্পণ করলো। ১২ ই জুন ভোরে ভক্তবৃন্দদের উপস্থিততে প্রভাত ফেরী ও বিকেলে বেদবানী পাঠ সহ সন্ধ্যায় শতাধিক মহিলাদের উপস্থিততে শোভাযাত্রার মাধ্যমে গঙ্গা আনয়নের মধ্য দিয়ে সুচনা হবে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে ৭৪তম বাৎসরিক উৎসব।
পাঁচ দিন ব্যাপি উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন আয়োজিত সাংবাদিক সম্মেলনে সকলের সহযোগিতা কামনা করেন সেবা মন্দির উৎসব কমিটির সভাপতি ডাঃ জগদীশ চন্দ্র নমঃ,পাঁচ দিন ব্যাপী চলবে উৎসব,রাজ্য ও বহিঃ রাজ্যের কীর্তনীয়া দলের পরিবেশনায় অহোরাত্র নাম যজ্ঞ অনুষ্ঠান, সন্ধ্যায় আরতি ও সত্যনারায়ণ পূজা ও প্রতিদিন দুপুরে অন্নভোগ সহ উৎসবের শেষ দিনে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান সেবা মন্দির কমিটির সভাপতি।
সাংবাদিক সম্মেলন হয় আজ সন্ধ্যা ছয়টায় শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের অফিস কক্ষে, উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি জগদীশ নমঃ, সম্পাদক মিঠুন বনিক, সেবা মন্দির কমিটির মুখ্য উপদেষ্টা কানু লাল সাহা সহ মন্দির কমিটির সম্পাদক স্বপন দাস।