উত্তর জেলায় নেশার কালো ছায়ায় নিমজ্জিত বিভিন্ন সরকারি অফিস চত্বর, সংকটের মুখে যুবসমাজ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: নেশামুক্ত ত্রিপুরা গড়তে রাজ্য সরকার বদ্ধপরিকর। সরকার প্রতিদিন বিভিন্ন উদ্যোগ গ্রহন করছে এই নেশার কবলে থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য। কিন্তু সেই নেশার কবলে ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেটের অফিস চত্বর।
বর্তমানে ধর্মনগর মহকুমা ম্যাজিস্ট্রেট অফিস চত্বর হয়ে উঠেছে এক নেশা গ্রহণকারী মুক্তাঞ্চল।মহকুমা ম্যাজিস্ট্রেটের অফিস চত্বরে পাওয়া যায় না এমন নেশার উপসর্গ কমই আছে।

শুধুমাত্র তাই নয় কিছু সংখ্যক অফিসের সরকারি কর্মচারী তাদের আলমারিতে বহুমূল্যবান সরকারি কাগজপত্র না রেখে নেশার যাবতীয় সরঞ্জাম সঞ্চিত রাখে বলে অভিযোগ উঠে এসেছে। স্বাভাবিক নিয়মে বিকেল সাড়ে পাঁচটার পর অফিস ছুটি হয়ে গেলে দেখা যায় কোন কোন দপ্তরে লাইট জ্বলছে এবং তার আড়ালে নেশার সামগ্রীর ব্যবহার হচ্ছে।

স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন বেশ কয়েকবার সেইসব সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তখন কিছুদিনের জন্য বন্ধ ছিল এই নেশার রমরমা বাণিজ্য। কিন্তু তারপরে আবার একইভাবে শুরু হয়ে যায় এই নেশার বাড়বাড়ন্ত। এদিকে উত্তর জেলার যুবসমাজ দিন দিন এই নেশার কবলে নিজেদের উৎসর্গ করে দিচ্ছে। যার ফলে একপ্রকার সংকটে রয়েছে এই সমাজ। এর বিরুদ্ধে প্রশাসন সহ অভিভাবক মহল উপযুক্ত ব্যবস্থা গ্রহন করে যুবসমাজকে রক্ষা করুক, এমনই দাবি শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *