নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সোনিয়া গান্ধী। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি সফরে এসেছেন শেখ হাসিনা। রবিবার সন্ধ্যায় মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর সোমবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আর এদিনই দুপুরেই সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করলেন শেখ হাসিনা।