নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় অনিয়ম, সিবিআই তদন্তের দাবিতে সরব এবিভিপি

আগরতলা, ১০ জুন: নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং ফলাফলের নানা অনিয়মের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে এবিভিপি। সারা দেশে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদের আজ আগরতলায় ন্যাশানাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে এবিভিপি।

অর্থের বিনিময়ে নিট (ইউ জি) ২০২৪ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়েছে। আজ এ বি ভি পি তরফ থেকে এমনটাই অভিযোগ তুলে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্র ছাত্রীরা। তাই সংগঠনের তরফ থেকে, সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। সারা দেশেই এধরণের বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্র সংগঠনের ত্রিপুরা প্রদেশের স্টেট মিডিয়া কনভেনার পৃথ্বীরাজ দাস।

এদিন পৃথ্বীরাজ বলেন, নিটের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেছে নানা অনিয়ম হয়েছে। প্রথম স্থানে নজিরবিহীনভাবে ৬৭ জন জায়গা করে নিয়েছে। যা নিটের ফলাফলে খুবই সন্দেহজনক ঘটনা। তাতে, অনেকেরই র‍্যাঙ্ক পিছিয়ে গেছে। তিনি ক্ষোভের সুরে বলেন, ন্যাশানাল টেস্টিং এজেন্সি দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তাই, দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এবিভিপি এই সমস্ত ঘটনায় সিবিআই তদন্তের জোরালো দাবি জানাচ্ছে।