দুলিয়াজানের বুড়িদিহিং নদীতে নিখোঁজ বালক

ডিব্ৰুগড় (অসম), ৯ জুন (হি.স.) : ডিব্রুগড় জেলার অন্তর্গত দুলিয়াজানের বুকচিরে প্রবাহিত বুড়িদিহিং নদীতে তলিয়ে গেছে এক বালক। সমবয়সিদে সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ বালককে টেঙাখাতের সরু অভয়াপুরিয়া গ্রামের জনৈক কণ্ঠী চুতিয়ার ছেলে প্ৰতীম চুতিয়া বলে জানা গেছে।

জানা গেছে, পাঁচ সমবয়সি বন্ধু বুড়িদিহিং নদীতে স্নান করতে নেমেছিল। নদীতে পাঁচ বন্ধু জলকেলিতে মেতেছিল। তখন আচমকা প্ৰতীম চুতিয়া নদীতে তলিয়ে যায়।

ঘটনা দেখে নদী তীরে অবস্থানকারি স্থানীয়রা তাকে উদ্ধার করতে নামেন। ইত্যবসরে খবর পেয়ে এসডিআরএফ নিয়ে ছুটে যায় পুলিশ। নদীতে প্রতীমের খোঁজে তালাশি অভিযান চালিয়েছে এসডিআরএফ। এ খবর লেখা পর্যন্ত প্রতীমের সন্ধান পাওয়া যায়নি বলে খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *