ক্রীড়া প্রতিনিধি আগরতলা। আগামী জুলাই মাসের মাঝামাঝি কিংবা শেষ দিকে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। জাতীয় স্তরের এই ফুটবল টুর্নামেন্টে বিগত দিনের মতো এবারো অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এবার শুরু হলো দুই বিভাগে রাজ্য দল গঠনের প্রক্রিয়া। শনিবার এমনটাই দেখা গেল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে রাজ্য দল গঠনের লক্ষ্যে এদিন থেকে শুরু হলো দুদিনের দল গঠন শিবির। উন্মুক্ত এই শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলাররা অংশ নেন। এই নির্বাচনী শিবির থেকে ছেলেদের বিভাগে ৩০ জন এবং মেয়েদের বিভাগে ৩০ থেকে ৩৫ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হবে। এই ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হবে বিশেষ প্রশিক্ষণ শিবির। আর এই শিবির থেকেই গঠন করা হবে ২০ থেকে ২২ জনের রাজ্য দল। শনিবারের উন্মুক্ত ট্রায়াল ক্যাম্পে ছেলেদের বিভাগে ৯০ জন এবং মেয়েদের বিভাগে ৩৫ জন অংশ নেন। আগামীকালকেও যদি নতুন করে এই শিবিরে কোন ফুটবলার অংশ নিতে চায়, তাদের সুযোগ দেওয়া হবে। এমনটাই জানালেন প্রশিক্ষক শ্রী সিনহা।