BRAKING NEWS

দুর্গাপুর ডিএসপিতে দুর্ঘটনা মৃত্যু স্থায়ী শ্রমিকের

দুর্গাপুর, ৮ জুন (হি. স.) : ফের দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার এক স্থায়ী কর্মীর। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়াল সেইলর দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক মহল। কারখানা সূত্রে জানা গেছে মৃতের নাম অমিত চ্যাটার্জি (৫৫)। তিনি র’ মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট (অপারেশন) বিভাগে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি একজন বাচিক শিল্পী। ঘটনার পর আবার কারখানার ভিতর শ্রমিক সুরক্ষায় প্রশ্ন উঠেছে।

ঘটনায় জানা গেছে, বৃহস্পতিবার নাইট ডিউটিতে যোগ দিয়েছিলেন অমিতবাবু। শুক্রবার ভোরে ট্রিপলারে কাজ করার সময় কোনো ভাবে ওয়াগনের নিচে পড়ে যান তিনি। গুরুতর চোট পান অমিতবাবু। তড়িঘড়ি তাঁকে প্রথমে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষনা করেন। কারখানার নিরাপত্তা গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির। অমিত চ্যাটার্জি দুর্গাপুর ইস্পাত নগরীর একজন বিখ্যাত বাচিক শিল্পী ছিলেন। তার মৃত্যুর খবরে দুর্গাপুর শিল্পী ও সংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *