আগরতলা, ৮ জুন: অটো উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। গতকাল রাতে ওই ঘটনায় রানীরবাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু মৃতের মায়ের দাবি, ছেলেকে খুন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অটো চালকের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন মৃতের মা।
মৃতের মা জানিয়েছেন, গত পাঁচ বছর আগে পরিমল তাঁতির সাথে রানীরবাজার এলাকার বাসিন্দা মনিকা তাঁতির সাথে বিবাহ হয়েছিল। পরিমলের বাড়ি খোয়াই। বিয়ের পর থেকে সে শ্বশুরবাড়িতে থাকতে। তাদের বর্তমানে দুই সন্তান রয়েছে। গতকাল রাতে পুত্রবধূর তাদের ফোন করে জানিয়েছেন মাংস আনতে বাজারে গিয়ে অটো উল্টো দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে পরিমল। তাঁকে রানীরবাজার হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু রাতে গাড়ি না পাওয়ায় তাকে বাড়িতে নিয়ে গিয়েছিল পুত্রবধু ও তাঁর মা। পরর্বতীতে তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তি হাসপাতালে নিয়ে গেলও শেষ রক্ষা হল না। আজ ১১ টা নাগাদ তাদের কাছে খবর পরিমল মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কিন্তু মায়ের অভিযোগ, পরিমলকে খুন করা হয়েছে। কারণ, অটো দূঘটনা হলে চালকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাঁর দাবি, গাড়ি চাপা দিয়ে তাকে মারা হয়েছে।পরিবারের পক্ষ থেকে অটো চালকের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন মৃতের মা।