ফের রেলে কাটা পড়ে মৃত্যু ব্যক্তির

শান্তিরবাজার,৭ জুন: ফের রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।আগরতলা থেকে সাব্রুমগামী রেলে কাটা পরে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির । ঘটনায় শান্তিবাজার পশ্চিম মুহুরীপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ।পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে।কিন্তু মৃত্যুর কারন এখনো পর্যন্ত জানা যায় নি। রহস্যজনক মৃত্যুর কারন খুঁজতে তদন্তে নামে পুলিশ।

ঘটনার বিবরণে গিয়েছে, আজ বেলা আনুমানিক ১২ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় রেল লাইনে আগরতলা সাব্রুমগামী রেলে কাঁটা পড়ে মৃত্যু হয়েছে নিখিল নন্দী (৬২)। তাঁর বাড়ি পিলাক জাঙ্গালিয়া পাড়ায়। তিনি সকালবেলায় কাজের উদ্দ্যেশ্যে হয়েছিলেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বাইখোড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে।  এখনো পর্যন্ত  মৃত্যুর সঠিক কারণ জানা যায় নি। ওই ঘটনায় বাইখোড়া থানার পুলিশ তদন্তে নেমেছে।